মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১৩২
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ ফেলে দেয়া, মদের পাত্রসমূহ ভেঙ্গে ফেলা এবং মদকে সিরকা বানানোর প্রতি নিষেধাজ্ঞা।
১৩২। তারই সূত্রে বর্ণিত। তিনি বলেন, যখন মদ হারাম করা হয় তখন লোকদেরকে তা পান করাচ্ছিলাম। তিনি বলেন আমি এগারজন লোককে মদ পান করাচ্ছিলাম। তারপর তারা আমাকে নির্দেশ দিলে আমি পাত্র উপুড় করে তা ফেলে দেই এবং লোকেরাও তাদের পাত্রসমূহে যা ছিল তা সহ উপুড় করে ফেলে দেয়। ফলে তার দুর্গন্ধে রাস্তা চলাচল অসহনীয় হয়ে পড়ে। বর্ণনাকারী আনাস (রা) বলেন, সেদিন তাদের মদ ছিল কেবল কাঁচা ও পাকা খেজুরের মিশ্রণের তৈরী। তিনি বলেন, এরপর এক লোক নবী (ﷺ)-এর নিকট এসে বলল, আমার নিকট এক ইয়াতীমের কিছু মাল ছিল। আমি এর দ্বারা মদ খরিদ করেছি। সুতরাং আপনি কি আমাকে এটা বিক্রি করার অনুমতি দিবেন? তা হলে আমি ইয়াতীমের মাল তার নিকট ফিরিয়ে দিতে পারব? নবী (ﷺ) বললেন, আল্লাহ ইয়াহুদীদেরকে ধ্বংস করুন! যখন তাদের ওপর চর্বি হারাম করা হয়, তখন তারা তা বিক্রি করে এর মূল্য ভোগ করত। বর্ণনাকারী বলেন, নবী (ﷺ) তাদেরকে মদ বিক্রি করার অনুমতি দেন নি।
(বুখারী। মুসলিম ও অন্যান্যরা বিভিন্ন শব্দে হাদীসটি বর্ণনা করেছেন। সবগুলো সমার্থক।)
كتاب الأشربة
باب ما جاء في أراقة الخمر وكسر أوانيه والنهي عن تخليله
وعنه أيضا (5) قال لما حرمت الخمر قال أني يومئذ لأسقيهم (6) لأسقي أحد عشر رجلا فأمروني فكفأتها وكفأ الناس آنيتهم بما فيها حتى كدت السكك (7) أن تمنع من ريحها، قال أنس وما خمرهم يومئذ إلا البسر والتمر مخلوطين (8) قال فجاء رجل إلى النبي صلى الله عليه وسلم قال إنه كان عندي مال يتيم فاشتريت به خمرا فتأذن لي أن أبيعه فأرد على اليتيم ماله؟ فقال النبي صلى الله عليه وسلم قاتل الله اليهود، حرمت عليهم الئروب (9) فباعوها وأكلوا أثمانها، ولم يأذن لهم النبي صلى الله عليه وسلم في بيع الخمر
tahqiqতাহকীক:তাহকীক চলমান