মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পানীয় অধ্যায়

হাদীস নং: ১৩৪
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ : মদ ফেলে দেয়া, মদের পাত্রসমূহ ভেঙ্গে ফেলা এবং মদকে সিরকা বানানোর প্রতি নিষেধাজ্ঞা।
১৩৪। আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু উবায়দা ইবন জাররাহ (রা), উবাই ইবন কা'ব (রা) সুহায়ল ইবন বায়যা (রা) এবং আরো কিছু সাহাবীকে আবূ তালহা (রা)-এর নিকট মদ পান করাচ্ছিলাম। আমি তাদেরকে পান করিয়েই যাচ্ছিলাম, এমনকি শরাব তাদেরকে প্রায় বে-হুশ করে ফেলছিল। এমন সময় মুসলমানদের মধ্য হতে জনৈক ব্যক্তি এসে বলল, তোমরা কি সংবাদ পাও নি যে, মদ হারাম করা হয়েছে? বর্ণনাকারী বলেন, তখন তারা এ কথা বলেন নি যে, (আমরা এ সংবাদ মানব না) যাবত না আমরা এটা দেখব এবং এ সম্বন্ধে জিজ্ঞাসা করে নিব। বরং তারা বলল, হে আনাস! পাত্রে যা অবশিষ্ট আছে তা ফেলে দাও। আল্লাহর শপথ! এরপর তারা আর কখনো এটা পান করে নি। এটা কেবল কাঁচা ও তাজা খেজুর দ্বারা তৈরী ছিল। তৎকালে এটাই তাদের মদ ছিল।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب الأشربة
باب ما جاء في أراقة الخمر وكسر أوانيه والنهي عن تخليله
عن أنس قال كنت أسقي أبا عبيدة بن الجراح وأبي بن كعب وسهيل بن بيضاء ونفرا من أصحابه (1) عند أبي طلحة وأنا أسقيهم حتى كاد الشراب أن يأخذ فيهم فأتى آت من المسلمين فقال أو ما شعرتم أن الخمر قد حرمت؟ فما قالوا حتى ننظر ونسأل (2) فقالوا يا أنس ألف ما بقى في إنائك، قال فوالله ما عادوا فيها وما هي إلا التمر البسر وهي خمرهم يومئذ
tahqiqতাহকীক:তাহকীক চলমান