মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পানীয় অধ্যায়
হাদীস নং: ১৩৬
পানীয় অধ্যায়
পরিচ্ছেদ: ঔষধ হিসাবে মদ ব্যবহার করা হারাম এবং এর ঔষধ না হওয়ার বর্ণনা।
১৩৬। আলকামা ইবন ওয়াইল হাযরামী (র) সূত্রে তার পিতা থেকে বর্ণিত যে, সুওয়াইদ ইবন তারিক নামক এক ব্যক্তি নবী (ﷺ)-কে মদ সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি তাকে এটা হতে নিষেধ করেন। সুওয়াইদ ইবন তারিক (রা) বললেন, যদি আমি এটা ঔষধের জন্য প্রস্তুত করি? নবী (ﷺ) বললেন, এটা রোগ, রোগ নিরামক নয়।
(মুসলিম, তিরমিযী)
(মুসলিম, তিরমিযী)
كتاب الأشربة
باب تحريم التداوى بالخمر وبيان أنها ليست بدواء
وعن علقمة بن وائل (6) الحضرمي عن أبيه أن رجلا يقال له سويد ابن طارق (7) سأل النبي صلى الله عليه وسلم عن الخمر فنهاه عنها فقال أني أصنعها للدواء، فقال النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم إنها داء وليست بدواء