মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
অধ্যায়- রসনার ক্ষতি সম্পর্কে
পরিচ্ছেদ : অধিক কথা বলা থেকে ভীতি প্রদর্শন এবং চুপ থাকা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
পরিচ্ছেদ : অধিক কথা বলা থেকে ভীতি প্রদর্শন এবং চুপ থাকা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১. তামীম ইব্ন ইয়াযীদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ)-এর কোন একজন সাহাবী বলেন; একদিন রাসূলুল্লাহ (ﷺ) খুতবা দেওয়ার সময় বললেন, হে মানুষ, দুটি অঙ্গের দুষ্কর্ম থেকে আল্লাহ যাকে রক্ষা করেন, সে বেহেশতে প্রবেশ কবে। তখন আনসারদের এক ব্যক্তি দাঁড়িয়ে বললো, হে আল্লাহর রাসূল (ﷺ), সে দুটি অংগ সম্পর্কে আমাদের সংবাদ দিবেন না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, দুটি অংগের দুষ্কর্ম থেকে আল্লাহ্ যাকে রক্ষা করেন, সে বেহেশতে প্রবেশ করবে। অবশেষে সে যখন তৃতীয় বার প্রশ্ন করতে চেয়েছিল, তখন রাসূলের সাহাবাগণ তাকে বসিয়ে দিয়ে বললো, তুমি লক্ষ্য করনি যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে সুসংবাদ দিচ্ছিলেন, আর তুমি তাকে বিরত রাখছ? সে বললো, আমি ভয় করছি যে লোকেরা এর উপর নির্ভর করবে (ফলে অন্যান্য আমল ছেড়ে দিবে)। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে ব্যক্তিকে আল্লাহ্ দু'চোয়ালের মধ্যবর্তীস্থানের অর্থাৎ মুখের দুষ্কর্ম এবং দু'পায়ের মধ্যবর্তী স্থানের অর্থাৎ যৌনাঙ্গের দুষ্কর্ম থেকে রক্ষা করেন, সে বেহেশতে প্রবেশ করবে।
كتاب آفات اللسان
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من كثرة الكلام وما جاء في الصمت
باب ما جاء في الترهيب من كثرة الكلام وما جاء في الصمت
عن تميم بن يزيد (1) مولى بني زمعة عن رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم قال خطبنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم قال أيها الناس ثنتان من وقاه الله شرهما دخل الجنة قال فقام رجل من الانصار فقال يا رسول الله لا تخبرنا (2) ما هما ثم قال اثنان من وقاه الله شرهما دخل الجنة حتى إذا كانت الثالثة أجلسه أصحاب رسول الله صلى الله عليه وسلم فقالوا ترى رسول الله صلى الله عليه وسلم يريد يبشرنا فتمنعه؟ فقال اني اخاف ان يتكل الناس فقال ثنتان من وقاه الله شرهما دخل الجنة ما بين لحييه (3) وما بين رجليه