মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং:
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
অধ্যায়- রসনার ক্ষতি সম্পর্কে

পরিচ্ছেদ : অধিক কথা বলা থেকে ভীতি প্রদর্শন এবং চুপ থাকা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
২. আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে উঠে, তখন তার শরীরের যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গ তার মুখের কাছে অনুনয় বিনয় করে বলে, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় কর। কেননা, আমরা তোমার সাথেই আছি। তুমি যদি ঠিক থাক তবে আমরাও ঠিক থাকব। আর যদি তুমি বাঁকা পথ ধর, তবে আমরাও খারাপ হয়ে যাব।
كتاب آفات اللسان
كتاب آفات اللسان

باب ما جاء في الترهيب من كثرة الكلام وما جاء في الصمت
عن أبي الصبهاء (4) قال سمعت سعيد بن جبير يحدث عن أبي سعيد الخدري (رضي الله عنه) لا أعلمه الا رفعه قال اذا اصبح ابن آدم فإن أعضاءه تكفر (5) اللسان تقول اتق الله فينا فإنك إن استقمت استقمنا وان اعوججت اعوججنا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২ | মুসলিম বাংলা