মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১৩
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
অধ্যায়- রসনার ক্ষতি সম্পর্কে
পরিচ্ছেদ : অধিক কথা বলা থেকে ভীতি প্রদর্শন এবং চুপ থাকা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
পরিচ্ছেদ : অধিক কথা বলা থেকে ভীতি প্রদর্শন এবং চুপ থাকা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১৩. বিলাল ইব্ন হারিছ আল্-মুযানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ও পছন্দনীয় কথা বলে, তার প্রতিদান সম্পর্কে সে ধারণাও করে না। আল্লাহ্ তা'আলা তার এ কথার বিনিময়ে তার জন্য কিয়ামত পর্যন্ত কল্যাণ ও সন্তোষ লিখে দেন। পক্ষান্তরে, কোন ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির কথা বলে, (চিন্তা ভাবনা না করে), যার পরিণতি সম্পর্কে সে বেখবর। আল্লাহ্ এ কথার বিনিময়ে তার জন্য কিয়ামত পর্যন্ত তাঁর অসন্তুষ্টি লিখে দেন।
'আল্কামা (রা) বলেন, বিলাল ইব্ন হারিছের নিকট থেকে আমি যে হাদীস শুনেছি, তা আমাকে অনেক কথাই বলতে বাধা দেয়।
'আল্কামা (রা) বলেন, বিলাল ইব্ন হারিছের নিকট থেকে আমি যে হাদীস শুনেছি, তা আমাকে অনেক কথাই বলতে বাধা দেয়।
كتاب آفات اللسان
كتاب آفات اللسان
باب ما جاء في الترهيب من كثرة الكلام وما جاء في الصمت
باب ما جاء في الترهيب من كثرة الكلام وما جاء في الصمت
عن بلال بن الحرث المزني قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل ليتكلم بالكلمة من رضوان الله عز وجل (15) ما يظن أن تبلغ ما بلغت (16) يكتب الله عز وجل له بها رضوانه إلى يوم القيامة (1) وإن الرجل ليتكلم بالكلمة من سخط (2) الله عز وجل ما يظن أن تبلغ ما بلغت (3) يكتب الله عز وجل بها عليه سخطه إلى يوم القيامة (4) قال فكان علقمة يقول كم من كلام قد منعنيه حديث بلال بن الحرث