মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১৪
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: চুপ থাকা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১৪. 'আবদুল্লাহ ইবন 'আমর ইবন 'আস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে চুপ থাকে, সে মুক্তি পায়।
كتاب آفات اللسان
باب ما جاء في الصمت
عن عبد الله بن عمرو بن العاص (5) أن رسول الله صلى الله عليه وسلم قال من صمت نجا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৪ | মুসলিম বাংলা