মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং:
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: যে ধরনের প্রশংসা করা জায়েয নেই
৬. 'আবদুর রহমান ইব্‌ন আবূ বাকরা (রা) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম (ﷺ) বলেছে, তারা রাসূলের সামনে এক ব্যক্তির উল্লেখ করলো, তখন এক ব্যক্তি বললো, হে আল্লাহ্ রাসূল (ﷺ)! আল্লাহর রাসূলের পরে তার চেয়ে উত্তম ব্যক্তি কেউ নেই! তার মধ্যে এমন এমন গুণ রয়েছে। তখন নবী করিম (ﷺ) বললেন, তোমার জন্য আক্ষেপ! তুমি তোমার বন্ধুর ঘাড় ভেঙে দিলে, তিনি কয়েকবার এ কথা বললেন তিনি তারপর বললেন, তোমার কেউ যদি তার ভাইয়ের প্রশংসা করে, তবে যেন এতটুকু বলে, 'আমি অমুকের ব্যাপারে এ ধারণা করি, যদি তার ধারণায় ওই ব্যক্তি এমন হয়। আর আল্লাহর প্রতি সোপর্দ না করে আমি কারো সাফাই পেশ করি না। আল্লাহই তার সম্পর্কে অধিক জানেন। আমি তো তাকে এরূপ এরূপ মনে করি।
তাঁর দ্বিতীয় বর্ণনায় তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম (ﷺ)-এর নিকট তার সাথীর প্রশংসা করলে তিনি বললেন, তোমার জন্য ধ্বংস! তুমি তোমার বন্ধুর ঘাড় ভেঙ্গে দিলে! তুমি যদি প্রশংসা করতেই চাও, তবে এতটুকু বলবে সে, আমি এমন এমন ধারণা করি। আল্লাহ তার হিসাব নিবেন। আমি আল্লাহর প্রতি সোপর্দ না করে আমি কারো সাফাই পেশ করি না।
كتاب المدح والذم
باب مالا يجوز من المدح
عن عبد الرحمن بن أبي بكرة عن أبيه (5) عن النبي صلى الله عليه وسلم انهم ذكروا رجلا عنده فقال رجل يا رسول الله ما من رجل بعد رسول الله صلى الله عليه وسلم افضل منه في كذا وكذا فقال النبي صلى الله عليه وسلم ويحك قطعت عنق صاحبك (6) مرارا يقول ذلك قال رسول الله صلى الله عليه وسلم ان كان احدكم مادحا اخاه لا محالة فليقل احسب فلانا ان كان يرى انه كذاك ولا ازكى على الله تبارك وتعالى احدا (7) وحسيبه الله احسبه كذا وكذا (وعنه من طريق ثان عن ابيه) (8) أن رجلا مدح صاحبا له عند النبي صلى الله عليه وسلم فقال ويلك قطعت عنقه ان كنت مادحا لا محالة فقل احسبه كذا وكذا والله حسيبه ولا أزكى على الله تعلى احدا
tahqiqতাহকীক:তাহকীক চলমান