মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং:
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: যে ধরনের প্রশংসা করা জায়েয নেই
৭. 'আতা ইব্‌ন আবু রাবাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা এক ব্যক্তি ইবন 'উমর (রা)-এর প্রশংসা করে। বর্ণনাকারী বলেন, তখন ইবন 'উমর (রা)) বলেন, তুমি এভাবে তার মুখমণ্ডলে ধুলাবালি নিক্ষেপ কর। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তোমরা যখন চাটুকারকে দেখবে, তখন তার মুখে ধুলাবালি নিক্ষেপ করবে।
كتاب المدح والذم
باب مالا يجوز من المدح
عن عطاء بن ابي رباح (9) قال كان رجل يمدح ابن عمر قال فجعل ابن عمر يقول هكذا يحثو في وجهه التراب قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا رأيتم المداحين فاحثوا (1) في وجوههم التراب
tahqiqতাহকীক:তাহকীক চলমান