মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং:
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: যে ধরনের প্রশংসা করা জায়েয নেই
৯. আবু মূসা আশয়ারী (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে অন্য এক ব্যক্তির প্রশংসা করতে শুনলেন এবং প্রশংসার ক্ষেত্রে সে সীমা অতিক্রম করছিল। তখন তিনি বললেন, তোমরা তাকে ধ্বংস করেছ; অথবা লোকটির মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছ।
كتاب المدح والذم
باب مالا يجوز من المدح
عن أبي موسى الأشعري (6) قال سمع النبي صلى الله عليه وسلم رجلا يثنى على رجل ويطريه في المدحة (7) فقال لقد أهلكتم أو قطعتم ظهر الرجل
tahqiqতাহকীক:তাহকীক চলমান