মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং:
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: যে ধরনের প্রশংসা করা জায়েয নেই
৮. মিহজান ইব্‌ন আদরা' (রা) থেকে বর্ণিত। একদা তিনি রাসূল (ﷺ)-এর সাথে মসজিদের দরজায় অবস্থান করছিলেন, তখন এক ব্যক্তি নামায পড়ছিল। তিনি বললেন, তোমার ধারণায় সে কি নামাযে আন্তরিক? আমি বললাম, হে আল্লাহর নবী! এ অমুক, সে মদীনাবাসীদের মধ্যে সবচেয়ে উত্তম অথবা বললাম, সে মদীনায় সবচেয়ে বেশী নামায আদায়কারী, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এই প্রশংসা থাকে শুনাবে না, তাহলে তাকে ধ্বংস করা হবে। একথা তিনি দুই বার অথবা তিন বার বলেন। এরপর তিনি বলেন, তোমরা এমন উম্মত, আমি তোমাদের জন্য সহজনীতিই প্রত্যাশা করি।
كتاب المدح والذم
باب مالا يجوز من المدح
عن محجن بن الأدرع (2) أنه كان مع النبي صلى الله عليه وسلم بباب المسجد إذا رجل يصلي قال اتقوله صادقا (3) قال قلت يا نبي الله هذا فلان وهذا من أحسن أهل المدينة أو قال أكثر أهل المدينة صلاة قال لا تسمعه فتهلكه (4) مرتين أو ثلاثا انكم امة أريد بكم اليسر
tahqiqতাহকীক:তাহকীক চলমান