মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৪০
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : দুনিয়ার নিন্দা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৪০. 'উকবা ইব্ন আমির (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) আট বছর পর ওহুদে শাহাদাত বরণকারীদের জন্য দোয়া করলেন যেমন করে মৃত ও জীবিতদের জন্য বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমি অবশ্যই তোমাদের আগে যাব এবং তোমাদের ব্যাপারে সাক্ষ্য দেব, আর তোমাদের জন্য প্রতিশ্রুত জায়গা হচ্ছে হাউয, আমি হাউজে কাউসার দেখতে পাচ্ছি। আমি তোমাদের ব্যাপারে ভয় করি না যে তোমরা শিরক অথবা কুফরী করবে, কিন্তু আমি ভয় করি তোমরা দুনিয়াতে সম্পদ লাভের জন্য পরস্পর প্রতিযোগিতা করবে।
كتاب المدح والذم
باب ما جاء في ذم الدنيا
عن عقبة بن عامر (2) ان رسول الله صلى الله عليه وسلم صلى على قتلى أحد بعد ثمان سنين كالمودع للأحياء والأموات ثم طلع المنبر فقال إني فرطكم وأنا عليكم شهيد وان موعدكم الحوض واني لأنظر اليه ولست اخشى عليكم ان تشركوا أو قال تكفروا ولكن الدنيا ان تنافسوا فيها