মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং:
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়

পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
৬. নু'মান ইব্‌ন বশীর (রা) থেকে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে তাতে আরো আছে, সেখানে এরূপ নিরাশ অবস্থায় সে উটটিকে দেখে তার লাগাম ধরে ফেললো। এ অবস্থায় এই ব্যক্তি যতটা আনন্দিত হয়, বান্দা তওবা করলে আল্লাহ্ তার চেয়ে বেশী আনন্দিত হন।
كتاب التوبة
كتاب التوبة

باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن النعمان بن بشير (8) نحوه وفيه فإذا هو بها تجر خطامها فما هو بأشد بها فرحا من الله بتوبة عبده اذا تاب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৬ | মুসলিম বাংলা