মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং:
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়

পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
৭. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ হারিয়ে যাওয়া উট পাওয়ার পর কি আনন্দিত হও না? তারা বললো, হাঁ হে আল্লাহর রাসূল (ﷺ) তখন তিনি বললেন, যার হাতে মুহাম্মদ-এর প্রাণ, তার শপথ করে বলছি: তোমাদের কেউ হারিয়ে যাওয়া উট পেলে যেভাবে আনন্দিত হয়, আল্লাহ তাঁর বান্দার উপর তাওবা করলে এর চেয়ে বেশী আনন্দিত হন।
كتاب التوبة
كتاب التوبة

باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن ابي هريرة (10) قال قال رسول الله الله صلى الله عليه وسلم أيفرح أحدكم براحلته اذا ضلت منه ثم وجدها؟ قالوا نعم يا رسول الله قال والذي نفس محمد بيده لله أشد فرحا بتوبة عبده اذا تاب من أحدكم براحلته اذا وجدها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭ | মুসলিম বাংলা