মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
তাওবা অধ্যায়
হাদীস নং: ৯
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
৯. আবু যর (রা) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, মহান আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ! আমি যাদের ক্ষমা করেছি, তারা ব্যতীত তোমাদের সকলেই গুনাহগার। অতএব তোমরা আমার নিকট ক্ষমা প্রার্থনা কর। আমি তোমাদের ক্ষমা করবো। তোমাদের মধ্যে যে ব্যক্তি জানে যে, আমি ক্ষমা করার ক্ষমতা রাখি, এরপর সে আমার নিকট ক্ষমা প্রার্থনা করে আমার কুদরতের দোহাই দিয়ে আমি তাকে ক্ষমা করে দেই। কোন পরোয়া করি না। আর আমি যাদেরকে হিদায়াত প্রদান করেছি, তারা ব্যতীত তোমরা সকলেই পথভ্রষ্ট। অতএব তোমরা আমার নিকট সৎপথ প্রার্থনা কর। আমি তোমাদেরকে সৎপথ প্রদর্শন করবো। আমি যাদের ধনবান করেছি, তারা ব্যতীত তোমরা সকলেই দরিদ্র। সুতরাং তোমরা আমার নিকট প্রার্থনা কর, আমি তোমাদেরকে রিযিক দান করব। তোমাদের জীবিত মৃত আগের ও পরের সিক্ত ও শুষ্ক (স্বচ্ছল ও অস্বচ্ছল) নির্বিশেষে সকলেই যদি আমার বান্দাদের মধ্যে সর্বাধিক তাকওয়ার অধকারী ব্যক্তির হৃদয়ের মত হয়ে যায়, তাহলেও একটি মশার পাখার সমপরিমাণও আমার রাজত্বের শ্রীবৃদ্ধি ঘটাতে পারবে না। তোমাদের জীবিত মৃত আগের ও পরের সিক্ত ও শুষ্ক সকলেই যদি একত্র হয়ে প্রত্যেকে তার পূর্ণ চাহিদা মত আমার নিকট প্রার্থনা করে এবং আমি তাদের চাহিদা মত সবকিছু দান করি, তবুও আমার কিছুই কমবে না। তবে এতটুকু পরিমাণ যে, তোমাদের কেউ সমুদ্রের মধ্য দিয়ে অতিক্রমকালে তাতে একটি সুই ডুবিয়ে তা তুলে নিলে তাতে সমুদ্রের পানি যতটুকু হ্রাস পাবে; এর কারণ আমি দাতা। দয়ালু ও মহান; আমি যা চাই, তা করি। আমার দান হলো আমার কথা, আর আমার আযাব হলো আমার নির্দেশ। আর আমি যখন কিছু ইচ্ছে করি তখন বলি হয়ে যাও, অমনি তা হয়ে যায়।
كتاب التوبة
كتاب التوبة
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
عن أبي ذر (3) عن النبي صلى الله عليه وسلم قال إن الله تبارك وتعالى يقول يا عبادي كلكم مذنب الا من عافيت فاستغفروني اغفر لكم ومن علم منكم أني ذو قدرة على المغفرة فاتسغفرني بقدرتي غفرت له ولا أبالي وكلكم ظال الا من هديت فسلوني الهدى أهدكم وكلكم فقير إلا من أغنيت فسلوني أرزقكم ولو أن حيكم وميتكم وأولاكم واخراكم ورطبكم ويابسكم اجتمعوا على قلب اتقى عبد من عبادي لم يزيدوا في ملكي جناح بعوضة ولو أن حيكم وميتكم وأولا كم وأخراكم ورطبكم ويابسكم اجتمعوا فسأل كل سائل منهم ما بلغت أمنيته وأعطيت كل سائل ما سأل لم ينقصني الا كما لو مر أحدكم على شفه البحر فغمس ابرة ثم انتزعها (4) وذلك لأني جواد ما جد واجد افعل ما اشاء عطائي كلامي وعذابي كلامي (5) إذا اردت شيئا فإنما أقول له كن فيكون