মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং: ১০
তাওবা অধ্যায়
তাওবা: অধ্যায়

পরিচ্ছেদ : তাওবার নির্দেশ এবং তওবা করার দরুণ আল্লাহ তা'আলা তাঁর মুমিন বান্দার উপর খুশি হন
১০. তিনি আরো বর্ণনা করেন, নবী করিম (ﷺ) বলেন, আল্লাহ্ তা'আলা বলেছেন, হে বান্দা যতক্ষণ তুমি আমার ইবাদত করবে এবং আমার কাছে ক্ষমা লাভের আসায় থাকবে, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। হে আমার বান্দাহ, তুমি যদি যমীন পরিমাণ গুনাহ করেও আমার সাথে মিলিত হও, আর আমার সাথে কাউকে শরীক না কর, তাহলে আমি যমীন পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব।
বাকি অংশ পূর্বের হাদীসের অনুরূপ।
كتاب التوبة
كتاب التوبة

باب في الأمر بالتوبة وفرح الله عز وجل بها لعبده المؤمن
وعنه أيضا (6) عن النبي صلى الله عليه وسلم قال ان الله عز وجل يقول يا عبدي ما عبدتني ورجوتني فإني غافر لك على ما كان فيك ويا عبدي ان لقيتي بقراب الارض خطيئة ما لم تشرك بي لقيتك بقرابها مغفرة الحديث نحو ما تقدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০ | মুসলিম বাংলা