মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং: ২০
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ: তাওবা কবুল হওয়ার সময় সম্পর্কে
২০. 'আবদুর রহমান ইবন বায়লামানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীরা একত্রিত হলেন। তখন তাদের মধ্যে একজন বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি : আল্লাহ তা'আলা বান্দার মৃত্যুর একদিন পূর্বে তার তাওবা কবুল করেন। দ্বিতীয়জন বললেন, তুমি কি এ কথা রাসূলে করিম (ﷺ)-এর কাছ থেকে শুনেছ? তখন সে বললো, হ্যাঁ। অপর ব্যক্তি বললো, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহ তা'আলা বান্দার মৃত্যুর অর্ধেক দিন পূর্বেও তার তাওবা কবুল করেন। তখন এক ব্যক্তি বললো, তুমি কি একথা রাসূল (ﷺ)-এর কাছ থেকে শুনেছ? সে বললো, হ্যাঁ। তখন তৃতীয় ব্যক্তি বললো, আল্লাহ বান্দার মৃত্যুর প্রথম প্রহরেও তার তওবা কবুল করেন। তখন চতুর্থ ব্যক্তি বললো, তুমি কি রাসূলে করিম (ﷺ) থেকে একথা শুনেছ? সে বললো, হাঁ। তখন চতুর্থ ব্যক্তি বললো, আমি রাসূলে করিম (ﷺ) থেকে শুনেছি, তিনি বলেছেন, মহান আল্লাহ্ মৃত্যুর লক্ষণ প্রকাশের পূর্ব পর্যন্ত বান্দার তাওবা কবুল করেন।
তাঁর দ্বিতীয় বর্ণনায় কোন কোন সাহাবী অনুরূপ হাদীস উল্লেখ করেছেন।
كتاب التوبة
باب ما جاء في حد الوقت الذي تقبل فيه التوب
عن عبد الرحمن بن البيلماني (2) قال اجتمع اربعة من أصحاب رسول الله صلى الله عليه وسلم فقال احدهم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله تبارك وتعالى يقبل توبة العبد قبل أن يموت بيوم فقال الثاني انت سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم؟ قال نعم قال وأنا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله تبارك وتعالى يقبل توبة العبد قبل أن يموت بنصف يوم فقال الثالث انت سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم؟ قال نعم قال وانا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله تبارك وتعالى يقبل توبة العبد قبل أن يموت بضحوة قال الرابع أنت سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم؟ قال نعم قال وأنا سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الله يقبل توبة العبد مالم يفرغر بنفسه (وعنه من طريق ثان) (3) عن بعض اصحاب النبي صلى الله عليه وسلم فذكر نحوه

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছ প্রমাণ করে যে, তাওবা কবুলের শেষ সীমা হচ্ছে মৃত্যুযন্ত্রণা শুরু হওয়া। মৃত্যুযন্ত্রণা শুরু হয়ে গেলে তাওবার সুযোগ শেষ হয়ে যায়। কেননা তাওবার একটি শর্ত হল পুনরায় গুনাহে লিপ্ত না হওয়ার অঙ্গীকার করা। সেই অঙ্গীকার তখনই করা যায়, যখন গুনাহ করার সময় থাকে। কিন্তু মৃত্যু হয়ে গেলে সেই সময় কোথায়? বান্দা তো এ সময় জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়ে। হতাশাকর এই অবস্থায় ফের গুনাহ না করার অঙ্গীকার অবান্তর। তো যেহেতু এই অবস্থায় তাওবা কবুলের শর্ত পূরণ হয় না, তাই তাওবাও কবুল হয় না। কুরআন মাজীদেও সুস্পষ্ট ইরশাদ হয়েছে-

وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ

অর্থ : তাওবা কবুল তাদের প্রাপ্য নয়, যারা অসৎকর্ম করতে থাকে, পরিশেষে তাদের কারও যখন মৃত্যুক্ষণ এসে পড়ে, তখন সে বলে, এখন আমি তাওবা করলাম। -নিসাঃ ১৮
বি. দ্র. : হাদীছ শাস্ত্রে 'হাসান' একটি পরিভাষার নাম। এর দ্বারা দ্বিতীয় স্তরের বিশুদ্ধ হাদীছ বোঝানো হয়ে থাকে। এরকম হাদীছও প্রমাণ ও অনুসরণযোগ্য।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

তাওবার জন্য কালক্ষেপণ করা অনুচিত, কারণ জানা নেই কখন মৃত্যু এসে যাবে। ফলে তাওবা ছাড়াই কবরে চলে যেতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান