মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং: ২১
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ: তাওবা কবুল হওয়ার সময় সম্পর্কে
২১. আবু যর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তাঁর বান্দার তাওবা কবুল করেন, অথবা তার বান্দাকে ক্ষমা করেন, যতক্ষণ না তার মধ্যে অন্তরায় সৃষ্টি হয়। তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ) অন্তরায় সৃষ্টি হওয়া বলতে কি বুঝায়? তিনি বললেন, কোন লোকের মুশরিক অবস্থায় মৃত্যু হওয়া।
كتاب التوبة
باب ما جاء في حد الوقت الذي تقبل فيه التوب
عن أبي ذر (4) ان رسول الله صلى الله عليه وسلم قال ان الله يقبل توبة عبده أو يغفر لعبده مالم يقع الحجاب قالوا يا رسول الله وما الحجاب؟ قال ان تموت النفس وهي مشركة
tahqiqতাহকীক:তাহকীক চলমান