মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং: ২২
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ : তাওবার ধরণ এবং যে ব্যক্তি তাওবা করবে, কিভাবে করবে?
২২. 'আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ থেকে কোন হাদীস শুনতাম, তখন আল্লাহর ইচ্ছায় তা থেকে আমি উপকৃত হতাম, আর যদি অন্যের কাছ থেকে হাদীস শুনতাম, তবে তার থেকে শপথ নিতাম। আর যখন সে শপথ করতো, তখন বিশ্বাস করতাম। আবু বকর (রা) আমার নিকট হাদীস বর্ণনা করেছেন এবং আবু বকর সত্য বলেছেন। তিনি নবী করিম (ﷺ)-এর কাছ থেকে শুনেছেন, যে ব্যক্তি কোন গুনাহের কাজ করে, তারপর উত্তমভাবে অযু করে; বর্ণনাকারী (রা) মুস'আব (রা) বলেন, এবং নামায পড়ে। সুফিয়ান (রা) বলেন, এরপর সে দু'রাকাত নামায পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ্ অবশ্যই তাকে ক্ষমা করে দেন।
তাঁর দ্বিতীয় বর্ণনায় আবু বকর (রা) বলেন, আমি যখন রাসূলুল্লাহ (ﷺ) থেকে কোন হাদীস শুনতাম, এরপর তিনি অনুরূপ হাদীস উল্লেখ করেন। সেখানে বলা হয়েছে, সে গুনাহের জন্য আল্লাহ্ তা'আলার নিকট ক্ষমা প্রার্থনা করলে, অবশ্যই আল্লাহ্ তার গুনাহ মাফ করে দিবেন। এরপর তিনি উক্ত আয়াত দুটি তেলাওয়াত করেন,
وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمُ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا .
কেহ কোন মন্দ কার্য করলে, অথবা নিজের প্রতি জুলুম করলে, এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহকে সে ক্ষমাশীল ও পরম দয়ালু পারে। (সূরা নিসা: ১১০)
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ
"যারা কোন অশ্লীল কার্য করে, অথবা নিজেদের প্রতি জুলুম করে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে (তাদের জন্য রয়েছে ক্ষমা ও জান্নাত)।" (আলে ইমরান, ১৩৫)
كتاب التوبة
باب ما جاء في كيفية التوبة وما يفعل من اراد أن يتوب
حدثنا وكيع قال حدثنا مسعر وسفيان عن عثمان بن المغيرة الثقفي عن علي بن ربيعة الوالي عن اسماء بن الحكم الفزاري عن علي رضي الله عنه قال كنت اذا سمعت من رسول الله صلى الله عليه وسلم حديثا نفعني الله بما شاء منه واذا حدثني عنه غيري استحلفته فإذا حلف لي صدقته وان ابا بكر حدثني وصدق ابو بكر انه سمع النبي صلى الله عليه وسلم قال ما من رجل يذنب ذنبا فيتوضأ فيحسن الوضوء قال مسعر ويصلي وقال سفيان ثم يصلي ركعتين فيستغفر الله عز وجل إلا غفر له (ومن طريق ثان عن علي أيضا) (6) قال كنت اذا سمعت من رسول الله صلى الله عليه وسلم حديثا فذكر نحوه وفيه ثم يستغفر الله تعالى لذلك الذنب الا غفر له وقرأ هاتين الآيتين (ومن يعمل سوء أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما) (والذين اذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم الآية)
tahqiqতাহকীক:তাহকীক চলমান