মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং: ২৮
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর একত্বে বিশ্বাসী থাকা অবস্থায় অধিক গুনাহ করেও গুনাহগার ব্যক্তির আল্লাহর ক্ষমা থেকে নিরাশ না হওয়া সম্পর্কে
২৮. আবু যুবায়র (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা যাবির ইবন 'আবদুল্লাহ (রা) কে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি গুনাহকে শিরক হিসাবে গণ্য করেন? তিনি বললেন, আল্লাহ্ পানাহ। রক্ষা করুন।
كتاب التوبة
باب ما جاء في عدم قنوط المذنب من المغفرة لكثرة ذنوبه ما دام موحدا
عن أبي الزبير (4) قال قلنا لجابر بن عبد الله رضي الله تعالى عنهما أكنتم تعدون الذنوب شركا؟ قال معاذ الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৮ | মুসলিম বাংলা