মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং: ২৯
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর একত্বে বিশ্বাসী থাকা অবস্থায় অধিক গুনাহ করেও গুনাহগার ব্যক্তির আল্লাহর ক্ষমা থেকে নিরাশ না হওয়া সম্পর্কে
২৯. আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যার হাতে আমার প্রাণ, অথবা যার হাতে মুহাম্মদের প্রাণ, তাঁর শপথ! তোমরা যদি পাপ কর, এমন কি তোমাদের পাপে আসমান ও যমীন ভর্তি হয়ে যায়, এরপর তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর, মহান আল্লাহ্ তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহর শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ, অথবা যাঁর হাতে আমার প্রাণ! যদি তোমরা পাপ না করতে, তাহলে আল্লাহ্ এমন এক জাতিকে সৃষ্টি করতেন, যারা পাপ করতো, পরে তারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতো, আর আল্লাহ্ তাদেরকে ক্ষমা করে দিতেন।
كتاب التوبة
باب ما جاء في عدم قنوط المذنب من المغفرة لكثرة ذنوبه ما دام موحدا
عن أنس بن مالك (1) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والذي نفسي بيده أو والذي نفس محمد بيده لو أخطأتم حتى تملأ خطاياكم ما بين السماء والأرض ثم استغفرتم الله عز وجل لغفر لكم والذي نفس محمد بيده أو والذي نفسي بيده لو لم تخطئوا لجاء الله عز وجل بقوم يخطئون ثم يستغفرون الله فيغفر لهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৯ | মুসলিম বাংলা