মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

তাওবা অধ্যায়

হাদীস নং: ৩৩
তাওবা অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর একত্বে বিশ্বাসী থাকা অবস্থায় অধিক গুনাহ করেও গুনাহগার ব্যক্তির আল্লাহর ক্ষমা থেকে নিরাশ না হওয়া সম্পর্কে
৩৩. আসওয়াদ ইবন সারী' (রা) থেকে বর্ণিত। একদা নবী করিম (ﷺ)-এর নিকট একজন যুদ্ধবন্দীকে নিয়ে আসা হলো। তখন সে বললো, হে আল্লাহ্! আমি তোমার নিকট ক্ষমা প্রার্থী, মুহাম্মদ (ﷺ)-এর নিকট ক্ষমা প্রার্থী নই। তখন নবী করিম (ﷺ) বলেন, সে এই হকের যোগ্য কে তা উপলব্ধি করতে পেরেছে।
كتاب التوبة
باب ما جاء في عدم قنوط المذنب من المغفرة لكثرة ذنوبه ما دام موحدا
عن الأسود بن سريع أن النبي صلى الله عليه وسلم أتى بأسير فقال اللهم اني اتوب اليك ولا اتوب الى محمد فقال النبي صلى الله عليه وسلم عرف الحق لأهله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩৩ | মুসলিম বাংলা