মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ১
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: প্রথম দিককার সৃষ্ট বস্তুসমূহ: এতে পানি, আরশ, লাওহ ও কলম এর উল্লেখ রয়েছে
পরিচ্ছেদ: প্রথম দিককার সৃষ্ট বস্তুসমূহ: এতে পানি, আরশ, লাওহ ও কলম এর উল্লেখ রয়েছে
(১) ইমরান ইবন হুসাইন (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেন, হে বনু তামীম, তোমরা সুসংবাদ গ্রহণ কর। তারা বলল, আপনি তো (ইতিপূর্বে) সুসংবাদ প্রদান করেছেন। এবার আমাদেরকে (সম্পদ) দান করুন। (অন্য বর্ণনায় অতঃপর রাসূলের (ﷺ) চেহারা বিবর্ণ হয়ে যায়)। তখন তিনি বললেন, হে ইয়ামনবাসী তোমরা সুসংবাদ গ্রহণ কর (অন্য বর্ণনায়, যেহেতু বনু তামীম তা গ্রহণ করলো না)। তারা বলল, আমরা তা গ্রহণ করলাম। সুতরাং আপনি আমাদেরকে সৃষ্টির সূচনা সম্পর্কে বলুন। তা কেমন ছিল? তিনি বললেন, সবকিছুর পূর্বে একমাত্র আল্লাহই ছিলেন (তাঁর অস্তিত্বই ছিল একমাত্র অস্তিত্ব); এবং তাঁর আরশ ছিল পানির উপর। তিনি লাওহে মাহফুযে লিপিবদ্ধ করেন এবং তাতে সবকিছু উল্লেখ করেন। বর্ণনাকারী বলেন, এমন সময় জনৈক আগন্তুক এসে আমাকে বলল, হে ইমরান, তোমার উটনি রশির বন্ধন খুলে ফেলেছে। সুতরাং আমি (দ্রুত) বের হয়ে আসি আর (শুধু) মরীচিকা দেখতে পাই, যা আমার দৃষ্টি থেকে উষ্ট্রিকে আড়াল করে রাখে। তাই আমি উষ্ট্রীর পদচিহ্ন অনুসরণ করে (খুঁজতে) বের হয়ে পড়ি। ফলে হাদীসের বাকী অংশে (আমি বের হয়ে আসার পর) কী ছিল, তা আমি জানি না।
(বুখারী ও তিরমিযী)
(বুখারী ও তিরমিযী)
كتاب خلق العالم
كتاب خلق العالم
باب أول المخلوقات وفيه ذكر الماء والعرش واللوح والقلم
باب أول المخلوقات وفيه ذكر الماء والعرش واللوح والقلم
عن عمران بن حصين (1) قال قال رسول الله صلى الله عليه وسلم اقبلوا البشرى يا بني تميم (1) قال قالوا قد بشرتنا فأعطنا (2) (وفي رواية فتغير وجه رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم) (3) قال اقبلوا البشرى يا أهل اليمن (4) (زاد في رواية إذ لم يقبلها بنو تميم) قال قلنا قد قبلنا فأخبرنا عن أول هذا الأمر كيف كان (5) قال كان الله تبارك وتعالى قبل كل شئ وكان عرشه على الماء وكتب في اللوح (6) ذكر كل شئ قال وأتانى آت فقال يا عمران (7) انحلت ناقتك من عقالها، قال فخرجت فإذا السراب (8) ينقطع بيني وبينها (8) قال فخرجت فى أثرها فلا أدرى ما كان بعدى