মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং:
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

পরিচ্ছেদ: প্রথম দিককার সৃষ্ট বস্তুসমূহ: এতে পানি, আরশ, লাওহ ও কলম এর উল্লেখ রয়েছে
(২) ওয়াকী' ইবন হুদুস তাঁর চাচা রাযীন আল-উক্বাইলী থেকে বর্ণনা করেন। তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ), আমাদের মহান প্রভু আল্লাহ্ তা'আলা আকাশসমূহ ও মৃত্তিকা সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন? তিনি বলেন, পাতলা বা মিহি মেঘমালায়, যার উপর হাওয়া ছিল এবং নীচেও হাওয়া ছিল। এরপর আল্লাহ্ তা'আলা পানির উপর তাঁর আরশ সৃষ্টি করেন।
(তিরমিযী ও ইব্‌ন মাজাহ)
كتاب خلق العالم
كتاب خلق العالم

باب أول المخلوقات وفيه ذكر الماء والعرش واللوح والقلم
عن وكيع بن حدس (11) عن عمه أبى رزين العقيلى أنه قال يا رسول الله أين كان ربنا عز وجل أن يخلق السماوات والأرض؟ قال كان في عماء ما فوقه هواء وما تحته هواء ثم خلق عرشه على الماء
tahqiqতাহকীক:তাহকীক চলমান