মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ১৫
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : সপ্ত আকাশ ও সপ্ত যমীন এবং এসবের মধ্যস্থিত যা কিছু রয়েছে সেসবের সৃষ্টি প্রসংগ
(১৫) ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল (ﷺ) কে জিজ্ঞেস করলাম, কোন যুলুম (অত্যাচার) সবচেয়ে বড়? তিনি বললেন, কোন ব্যক্তি কর্তৃক তার ভাইয়ের অধিকার থেকে একগজ জমি ছিনিয়ে নেওয়া। মাটির একটি ঢিলা বা পাথরও যদি ছিনিয়ে নেওয়া হয়, তবে কিয়ামতের দিন তা এমন গভীর জমিসহ তার গলায় বেড়ি হয়ে যাবে, যার গভীরতা তার সৃষ্টিকর্তা ভিন্ন অন্য কেউ জানে না।
كتاب خلق العالم
باب ما ورد في خلق السماوات السبع والأرضين السبع وما بينهن
عن ابن مسعود (4) قال قلت يا رسول الله أى الظلم أعظم؟ قال ذراع من الأرض يلتقصه من حق أخيه: فليست حصاة من الأرض أخذها الا طوفها يوم القيامة الى قعر الأرض ولا يعلم قعرها الا الذى خلقها