মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ১৬
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : সপ্ত আকাশ ও সপ্ত যমীন এবং এসবের মধ্যস্থিত যা কিছু রয়েছে সেসবের সৃষ্টি প্রসংগ
(১৬) উমারাহ ইবন খুযাইমা তাঁর পিতা (খুযাইমা) থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, মানুষের কাছে শয়তান উপস্থিত হয়ে প্রশ্ন করে- আকাশমণ্ডলী সৃষ্টি করেছিন কে? সে বলে, আল্লাহ্। পুনরায় শয়তান প্রশ্ন করে, যমিন সৃষ্টি করেছে কে? সে বলে আল্লাহ্। এইভাবে অগ্রসর হয়ে শয়তান (একপর্যায়ে) প্রশ্ন করে আল্লাহকে সৃষ্টি করেছে কে? তোমাদের মধ্যে যদি কেউ এইরূপ (দেখতে) পায়, সে যেন বলে দেয়- 'আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি" (আমি আল্লাহ্ ও তদীয় রাসূলের প্রতি ঈমান এনেছি।)
(হাইছামী, বাযযার ও অন্যান্য; হাদীসের রাবীগণ নির্ভরযোগ্য।
كتاب خلق العالم
باب ما ورد في خلق السماوات السبع والأرضين السبع وما بينهن
عن عمارة بن خزيمة (5) يحدث عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال يأتي الشيطان الإنسان فيقول من خلق السموات؟ فيقول الله، ثم يقول من خلق الأرض؟ فيقول الله، حتى يقول من خلق الله، فاذا وجد أحدكم ذلك فليقل آمنت بالله ورسوله صلى الله عليه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান