মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং:
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহ্ নবী নূহ (আ) ও আল্লাহর বাণী “এইভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মতে পরিণত করেছি” প্রসংগ
(৫) আবূ সাঈদ আল-খুদরী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, কিয়ামতের দিন নূহকে (আ) ডাকা হবে এবং জিজ্ঞেস করা হবে, আপনি কি (আল্লাহর দ্বীনের দা'ওয়াত) পৌছিয়েছেন? তিনি বলবেন, হ্যাঁ। এরপর তাঁর সম্প্রদায়কে ডাকা হবে এবং তাদেরকে জিজ্ঞেস করা হবে, তিনি তোমাদের নিকট দাওয়াত পৌছিয়েছেন কি? তারা উত্তরে বলবে, আমাদের কাছে কোন 'নাযীর' বা ভয় প্রদর্শনকারী আসেনি, অথবা আমাদের কাছে কেউ আসেনি। তখন নূহকে (আ) বলা হবে, আপনার পক্ষে কে সাক্ষ্য দেবে? তিনি বলবেন, মুহাম্মদ (ﷺ) ও তাঁর উম্মত। রাসূল (ﷺ) বলেন, এটাই হচ্ছে আল্লাহ্ তা'আলার বাণী,
وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا
"আর এইভাবে আমি তোমাদেরেকে মধ্যমপন্থী উম্মতে পরিণত করেছি"-
এর মর্ম। তিনি আরো বলেন মধ্যমপন্থী মানে হচ্ছে ন্যায়পরায়ণ। অতঃপর তাঁদেরকে (উম্মতে মুহাম্মদী) ডাকা হবে এবং তাঁরা নূহের (আ) পৌছানোর পক্ষে সাক্ষ্য প্রদান করবেন। এরপর আমি তোমাদের সত্যতার বিষয়ে সাক্ষ্য দেব।
(বুখারী, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء فى ذكر نبى الله نوح عليه السلام وقول الله عز وجل وكذلك جعلناكم أمة وسطا
عن أبى سعيد الخدرى (1) قال قال رسول الله صلى الله عليه وسلم يدعى نوح عليه السلام يوم القيامة فيقال له هل بلغت؟ فيقول نعم، فيدعى قومه فيقال لهم هل بلغكم؟ فيقولون ما أتانا من نذير أو ما أتانا من أحد، قال فيقال لنوح من يشهد لك فيقول محمد صلى الله عليه وسلم وأمته (2) قال فذلك قوله تعالى {وكذلك جعلناكم أمة وسطا} (3) قال الوسط العدل قال فيدعون فيشهدون له بالبلاغ (4) قال ثم أشهد عليكم (5)
tahqiqতাহকীক:তাহকীক চলমান