মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৬
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহ্ নবী নূহ (আ) ও আল্লাহর বাণী “এইভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মতে পরিণত করেছি” প্রসংগ
(৬) আবূ হুরাইরা (রা) রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে সরাসরি বর্ণনা করেন, কিয়ামত দিবসে (হাশরবাসী) নূহ (আ) এর কাছে যাবে এবং আরয করবে, হে নূহ (আ), আপনি হচ্ছেন যমিনবাসীর প্রতি সর্বপ্রথম রাসূল আর আপনাকে আল্লাহ্ তা'আলা "কৃতজ্ঞ বান্দা" আখ্যায় ভূষিত করেছেন। সুতরাং আপনি আপনার প্রভুর কাছে আমাদের জন্য শাফায়াত করুন। আপনি কি দেখতে পাচ্ছেন না, আমরা (কী অবর্ণনীয় অবস্থায়) কিসের মধ্যে আছি? আমাদের দুর্ভোগ কোন পর্যায়ে পৌঁছেছে? তখন নূহ (আ) উত্তরে বলবেন, আমার প্রভু আজকের দিনে এত বেশী ক্রোধান্বিত হয়েছেন যে, ইতিপূর্বে তিনি কখনও এইরূপ ক্রোধান্বিত হননি এবং এর পরেও কখনও এইরূপ ক্রোধান্বিত হবেন না। আমার সম্প্রদায়ের বিরুদ্ধে তো আমার একটি বদদোয়া ছিল। আমি তো আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই! আমার মুক্তি চাই! তোমরা অন্য কারো কাছে যাও।
(হাদীসটি গরীব)
(হাদীসটি গরীব)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء فى ذكر نبى الله نوح عليه السلام وقول الله عز وجل وكذلك جعلناكم أمة وسطا
عن أبي هريرة مرفوعا (1) ان أهل الموقف يأتون نوحا فيقولون يا نوح أنت أول الرسل (2) إلى أهل الأرض وسماك الله عبدا شكورا (3) فاشفع لنا عند ربك ألا ترى ما نحن فيه ألا ترى ما قد بلغنا؟ فيقول نوح ان ربى قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله ولن يغضب بعده مثله (4) وانه كانت لى دعوة على قومى (5) نفسى نفسى نفسى اذهبوا الى غيرى