মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ১৮
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: তাবুকের যুদ্ধের বছর রাসূল (ﷺ) কর্তৃক ছামুদ সম্প্রদায়ের এলাকায় অবস্থিত আল- হিজর উপত্যকা পার হওয়া
(১৮) মুহাম্মদ ইব্‌ন আবু কাবাশা আল-আনমারী তাঁর পিতার কাছ থেকে বর্ননা করেন, তিনি বলেন, তাবুক যুদ্ধের সময় (যুদ্ধ থেকে ফেরার পথে) লোকজন 'আল-হিজর' উপত্যকাবাসীদের দিকে দ্রুত গমন করতে থাকে এবং তাদের সীমানায় প্রবেশ করতে থাকে। রাসূল (ﷺ) এ বিষয়টি জানতে পেরে লোকদেরকে এই মর্মে আহ্বান জানান যে, "সালাত (নামায) আরম্ভ হতে যাচ্ছে।" রাবী বলেন, আমি তখন রাসূলের (ﷺ) কাছে এসে দেখতে পাই, তিনি তাঁর উটকে থামিয়ে রেখেছেন এবং তিনি বলছিলেন, তোমরা আল্লাহর গযবপ্রাপ্ত সম্প্রদায়ে প্রবেশ করো না। তখন উপস্থিত জনৈক ব্যক্তি বললো, আমরা সেই সম্প্রদায়ের কথা ভেবে আশ্চর্যান্বিত হচ্ছি, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)। তিনি বললেন, আমি কি তোমাদেরকে এর চেয়েও বেশী আশ্চর্যজনক বিষয়ের কথা বলবো না? (আর তা হচ্ছে) তোমাদেরই মধ্যকার একজন লোক সংবাদ দিয়ে যাচ্ছেন তোমাদের পূর্ববর্তীদের সম্পর্কে এবং তোমাদের পরে যা ঘটবে সে সম্পর্কে। সুতরাং তোমরা সরল পথ ধারণ কর ও সঠিকভাবে চল। নিশ্চয় তোমাদের শাস্তি দিলে আল্লাহ্ তা'আলার কিছু যায় আসে না। অচিরে এমন সম্প্রদায়ের আগমন ঘটবে, যারা তাদের (আযাব থেকে) আত্মরক্ষায় কিছুই করতে পারবে না।
(ইবনে কাছীর তাঁর 'তারীখ'-এ উদ্ধৃত করেছেন।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب مرور النبى صلى الله عليه وسلم بوادى الحجر من أرض ثمود عام تبوك
عن محمد أبى كبشة الانمارى عن أبيه (1) قال لما كان فى غزوة تبوك تسارع الى أهل الحجر يدخلون عليهم فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فنادى فى الناس الصلاة جامعة، قال فأتيت رسول الله صلى الله عليه وسلم وهو ممسك بعيره وهو يقول ما تدخلون على قوم غضب الله عليهم، فناداه رجل منهم تعجب منهم يا رسول الله، قال أفلا أنذركم بأعجب من ذلك؟ رجل من أنفسكم ينبئكم بما كان قبلكم وما هو كائن بعدكم فاستقيموا وسددوا فان الله عز وجل لا يعبأ بعذابكم شيئا، وسيأتى قوم لا يدفعون عن أنفسهم بشئ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৮ | মুসলিম বাংলা