মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ১৯
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: ইব্রাহীম খলীলুল্লাহ (আ)-এর উল্লেখ ও তাঁর মর্যাদা
(১৯) আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ) কে "ইয়া খাইরাল বারিয়্যাহ” (হে পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি) বলে সম্বোধন করল। উত্তরে তিনি বললেন, সেই ব্যক্তি হচ্ছেন, আমার পিতা ইব্রাহীম।
(বুখারী ও তিরমিযী)
(বুখারী ও তিরমিযী)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر ابراهيم الخليل وفضله عليه وعلى نبينا الصلاة والسلام
عن أنس (3) قال قال رجل النبى صلى الله عليه وسلم يا خير البرية فقال ذاك إبراهيم أبى