মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ২৭
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: ইসমাঈল (আ) ও তাঁর জননী হাজেরা সমেত ইব্রাহীমের (আ) ফারান পর্বতমালা তথা মক্কাভূমিতে হিজরত, যমযমের অস্তিত্বের কারণ ও ইব্রাহীম (আ) কর্তৃক বাইতুল 'আতীক নির্মাণ
(২৭) ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, ইব্রাহীম (আ) ইসমাঈল (আ) ও হাজেরাকে নিয়ে আসেন এবং তাঁকে মক্কায় যমযমের স্থানে রাখেন। এরপর তিনি পুরো হাদীস বর্ণনা করেন। হাজেরা মারওয়া থেকে পুনরায় ইসমাঈলের নিকট ফিরে আসেন এবং দেখতে পান ঝর্ণা প্রবাহিত হচ্ছে। তখন তিনি তাঁর হাত দিয়ে ঝর্ণাকে ঠেকাতে থাকেন, এতে সেই পর্বে পানি জমে যায়, তিনি পেয়ালা দিয়ে পানি তুলে তার মশকে ভরতে থাকেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আল্লাহ হাজেরাকে রহম করুন। যদি তিনি সেইভাবে ছেড়ে দিতেন, তবে যমযম কিয়ামত পর্যন্ত প্রবহমান একটি ঝর্ণা হয়ে যেত।
(বুখারী এই হাদীসটি সুদীর্ঘ আকারে বর্ণনা করেছেন যা পূর্বেই উল্লেখ করা হয়েছে।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر مهاجرة ابراهيم بابنه اسماعيل وأمه هاجر الى جبال قاران وهى أرض مكة وسبب وجود زمزم وبنائه البيت العتيق
عن ابن عباس (1) رضى الله تعالى عنهما ان ابراهيم جاء باسماعيل عليهما الصلاة والسلام وهاجر فوضعها بمكة فى موضع زمزم فذكر الحديث (2) ثم جاءت من المروة الى اسماعيل وقد نبعت العين فجعلت تفحص العين بيدها هكذا حتى اجتمع الماء من شقه ثم تأخذه بقدحها فتجعله فى سقائها، فقال رسول الله صلى الله عليه وسلم لو تركتها لكانت عينا سائحة تجرى الى يوم القيامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৭ | মুসলিম বাংলা