মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ২৮
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: ইসমাঈল (আ) ও তাঁর জননী হাজেরা সমেত ইব্রাহীমের (আ) ফারান পর্বতমালা তথা মক্কাভূমিতে হিজরত, যমযমের অস্তিত্বের কারণ ও ইব্রাহীম (আ) কর্তৃক বাইতুল 'আতীক নির্মাণ
(২৮) সা'ঈদ ইব্‌ন জুবাইর (রা) বলেন, ইবনে 'আব্বাস (রা) বলেছেন, অতঃপর ফেরেশতা (জিব্রাইল) তাঁর কাছে আগমন করেন এবং যমযমের স্থানে পৌছেন। তিনি পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করেন এবং একটি ঝর্ণা উৎসারিত হয়। হাজেরা তাড়াহুড়া করতে লাগলেন এবং পেয়ালা দিয়ে তার মশকের পানি ভরতে থাকলেন। এরপর আল্লাহর রাসূল (ﷺ) বলেন, ইসমাঈল জননীকে আল্লাহ্ রহম করুন। তিনি যদি দ্রুত যমযমের গতি রোধ না করতেন, তাহলে তা প্রবহমান ঝর্ণা হয়ে যেত।
(এটিও বুখারীর সুদীর্ঘ হাদীসের আওতায় উল্লেখিত হয়েছে।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر مهاجرة ابراهيم بابنه اسماعيل وأمه هاجر الى جبال قاران وهى أرض مكة وسبب وجود زمزم وبنائه البيت العتيق
حدثنا اسماعيل (3) ثنا أيوب قال أنبئت عن سعيد بن جبير قال قال ابن عباس فجاء الملك بها (4) حتى انتهى الى موضع زمزم فضرب بعقبة ففارت عينا فعجلت الإنسانة فجعلت تقدح فى شفتها فقال رسول الله صلى الله عليه وسلم رحم الله أم اسماعيل لولا أنها عجلت لكانت زمزم عينا معينا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৮ | মুসলিম বাংলা