মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৩২
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: ইব্রাহীম (আ)-এর গুণ-বৈশিষ্ট্য
(৩২) ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, যিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আমি (মি'রাজের সময়) ঈসা ইবনে মারয়াম, মূসা ও ইব্রাহীমকে (আ) দেখেছি। ঈসা (আ) রক্তিম বর্ণের প্রশস্ত বক্ষের অধিকারী সুপুরুষ। মূসা (আ) বিশাল দেহের অধিকারী সুপুরুষ। তারা (সাহাবীগণ) বললেন, ইব্রাহীম দেখতে কেমন? তিনি (রাসূল সা.) বলেন, তোমাদের এই সাথীর প্রতি (অর্থাৎ তাঁর নিজের প্রতি) দৃষ্টিপাত কর।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء فى صفته
عن ابن عباس (1) قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت عيسى بن مريم وموسى وابراهيم (2) فاما عيسى فأحمر جعد (3) عريض الصدر، وأما موسى فإنه جسيم، قالوا له فابراهيم؟ قال انظروا الى صاحبكم يعنى نفسه
tahqiqতাহকীক:তাহকীক চলমান