মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৩১
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: ইসমাঈল (আ) ও তাঁর জননী হাজেরা সমেত ইব্রাহীমের (আ) ফারান পর্বতমালা তথা মক্কাভূমিতে হিজরত, যমযমের অস্তিত্বের কারণ ও ইব্রাহীম (আ) কর্তৃক বাইতুল 'আতীক নির্মাণ
(৩১) উম্মু মানসূর সাফিয়্যা বিনতু শাইবাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে বনু সুলায়ম গোত্রের জনৈকা মহিলা, যিনি আমাদের মাতা, আমাকে অবহিত করেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) উছমান ইব্ন তালহাকে ডেকে পাঠান; অন্য একবার বর্ণনাকারী বলেন- সাফিয়্যা উছমান ইবন তালহাকে জিজ্ঞেস করেন যে, তোমাকে নবী (ﷺ) কেন ডেকেছিলেন? উত্তরে উছমান বলেন, রাসূল (ﷺ) আমাকে বললেন, আমি বাইতুল্লাহ শরীফে প্রবেশকালে সেখানে দুম্বার দু'টি শিং দেখতে পেলাম। কিন্তু আমি তোমাকে শিং দুটো ঢেকে দিতে বলতে ভুলে গিয়েছিলাম। সুতরাং তুমি সেই শিং দু'টো ঢেকে দিও। কারণ, বাইতুল্লাহ শরীফে এমন কিছু থাকা বাঞ্ছনীয় নয়, যদ্বারা মুসুল্লীর একাগ্রতা বিনষ্ট হতে পারে। সুফিয়ান (জনৈক রাবী) বলেন, সেই শিং দু'টো কাবাগৃহে রক্ষিত ছিল (ঢাকনা দেওয়া অবস্থায়) কাবাগৃহ আগুনে পুড়ে যাওয়ার পূর্ব পর্যন্ত। সেই সময় ঐ শিং দু'টোও পুড়ে যায়।
(তৃতীয় খণ্ডে কিতাবুস সালাতে এই হাদীসের সনদ, ব্যাখ্যা ও তাখরীজ উদ্ধৃত হয়েছে, দ্রষ্টব্য হাদীস নং ৩৪৪।)
(তৃতীয় খণ্ডে কিতাবুস সালাতে এই হাদীসের সনদ, ব্যাখ্যা ও তাখরীজ উদ্ধৃত হয়েছে, দ্রষ্টব্য হাদীস নং ৩৪৪।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر مهاجرة ابراهيم بابنه اسماعيل وأمه هاجر الى جبال قاران وهى أرض مكة وسبب وجود زمزم وبنائه البيت العتيق
عن صفية بنت شيبة (2) أم منصور قالت أخبرتنى امرأة من بنى سليم ولدت عامة أهل دارنا أرسل رسول الله صلى الله عليه وسلم آل عثمان بن طلجة وقال مرة (يعنى الراوى عن صفية) أنها سألت عثمان بن طلحة لم دعاك النبى صلى الله عليه وسلم؟ قال قال لى كنت رأيت قرنى الكبش حين دخلت البيت فنسيت أن آمرك أن تخمرها فخمرها فأنه لا ينبغى أن يكون فى البيت شئ يشغل المصلي قال سفيان لم تزل قرنا الكبش فى البيت حتى احترق البيت فاحترقا