মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৩৫
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
ইবরাহীম খলীলুল্লাহ (আ)-এর বংশধরগণের উল্লেখ ও আল্লাহ্ তা'আলার বাণী, “এবং আমি তাঁর বংশধরগণের মধ্যে নবুওয়াত ও কিতাব দান করেছি” প্রসংগ
পরিচ্ছেদ : আল্লাহর নবী ইসমাঈল (আ) ও তাঁর মর্যাদা প্রসংগ
পরিচ্ছেদ : আল্লাহর নবী ইসমাঈল (আ) ও তাঁর মর্যাদা প্রসংগ
(৩৫) সালামা ইব্নুল আকওয়া’ (রা) থেকে বর্ণিত, (একদা) আল্লাহর রাসূল (ﷺ) আসলাম সম্প্রদায়ের লোকজনদের উদ্দেশ্যে বের হন। ঐ সময় তারা বাজারে পরস্পরে তীর নিক্ষেপ ও যুদ্ধবিদ্যা বিষয়ক প্রশিক্ষণে লিপ্ত ছিল। রাসূল (ﷺ) তাদের উদ্দেশ্যে বললেন, হে বনূ ইসমাঈল, তোমরা তীর নিক্ষেপ কর। তোমাদের পিতা (ইসমাঈল) তীরন্দাজ ছিলেন। তোমরা নিক্ষেপ কর, আমি তোমাদের দুই দলের মধ্যে অমুক দলের পক্ষে আছি। তখন তারা তীর নিক্ষেপ বন্ধ করে দিল। রাসূল (ﷺ) বললেন, তোমরা নিক্ষেপ চালিয়ে যাও। তারা বললো, আমরা কীভাবে তীর নিক্ষেপ করবো, আপনি অমুক সম্প্রদায়ের পক্ষ নিয়েছেন। তিনি বললেন, তোমরা তীর নিক্ষেপ চালিয়ে যাও, আমি তোমাদের সবার সাথেই আছি।
(১৪শ খণ্ডে কিতাবুল জিহাদে এই হাদীসের বরাত উল্লেখ করা হয়েছে।)
(১৪শ খণ্ডে কিতাবুল জিহাদে এই হাদীসের বরাত উল্লেখ করা হয়েছে।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
أبواب ذكر ذرية ابراهيم الخليل عليه وعلى نبينا الصلاة والسلام وقول الله تعالى وجعلنا فى ذريته النبوة والكتاب
باب ذكر نبى الله اسماعيل عليه السلام وما جاء فى فضله
باب ذكر نبى الله اسماعيل عليه السلام وما جاء فى فضله
عن سلمة بن الأكوع (1) قال خرج رسول الله صلى الله عليه وسلم على قوم من أسلم وهم يتناضلون فى السوق فقال أرموا يا بنى اسماعيل فان أباكم كام راميا: أرموا وأنا مع بنى فلان لأحد الفريقين، فأمسكوا أيديهم، فقال أرموا، قالوا يا رسول كيف نرمى وأنت مع بنى فلان؟ قال ارموا وأنا معكم كلكم