মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৫৫
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: ফিরআউন ও তার সৈন্য-সামন্তের ধ্বংস ও জিব্রাইল (আ) কর্তৃক তার মুখে মাটি ছিটিয়ে দেওয়া
(৫৫) ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, (মৃত্যুর পূর্বে) ফিরআউন যখন বললো, "আমি বিশ্বাস স্থাপন করেছি যে, বনী ইসরাইল যে সত্তায় বিশ্বাস করেছে, সেই সত্তা ব্যতীত কোন ইলাহ নেই।" জিব্রাইল (আ) আমাকে বলেছেন, হে মুহাম্মদ, সেই সময় আপনি যদি আমাকে দেখতেন, আমি কেমন করে একটি সমুদ্রের থেকে কিছু কাদা নিয়ে তা ফিরআউনের মুখে ঠেসে দেই যাতে রহমত (আল্লাহ্) তাকে স্পর্শ না করে। (দ্বিতীয় ধারায় মুহাম্মদ ইব্ন জা'ফর ইবন 'আব্বাসের সূত্রে বর্ণনা করে বলেন) রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, জিব্রাইল (আ) ফিরআউনের মুখের মধ্যে মাটি ঢুকিয়ে দিচ্ছিলেন- যেন সে “লা-ইলাহা ইল্লাল্লাহ" বলতে না পারে।
(এই হাদীসের সনদ, ব্যাখ্যা ও তাখরীজ ১৮শ পর্বে 'ফাযাইলুল কুরআন' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
(এই হাদীসের সনদ, ব্যাখ্যা ও তাখরীজ ১৮শ পর্বে 'ফাযাইলুল কুরআন' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر هلاك فرعون وجنوده ودس جبريل عليه السلام الطين في فيه
عن ابن عباس (1) قال قال رسول الله صلي الله عليه وسلم لما قال فرعون آمنت أنه لا اله الا الذى آمنت به بنوا اسرائيل، قال قال لى جبريل يا محمد لو رأيتنى وقد أخذت حالا من حال البحر فدسيته فى فيه مخافة أن تناله الرحمة (ومن طريق ثان) حدثنا محمد بن جعفر ثنا شعبة عن عدى بن ثابت وعطاء بن السائب عن سعيد بن جبير عن ابن عباس رضى الله عنهما قال رفعه أحدهما إلى النبي صلى الله عليه وسلم قال إن جبريل كان يدس في فم فرعون الطين مخافة أن يقول لا إله إلا الله