মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৫৬
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: বনী ইসরাইল যখন বলেছিল, "হে মূসা, আমাদের জন্য ইলাহ সাব্যস্ত করুন-ওদের যেমন অনেক ইলাহ রয়েছে" সেই ঘটনা প্রসংগ
(৫৬) আবূ ওয়াক্বিদ আল-লাইছী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, লোকজন রাসূলুল্লাহ্ (ﷺ) এর নেতৃত্বে মক্কা থেকে হুনাইনের উদ্দেশ্যে রওয়ানা দিলেন। সেখানে কাফিরদের মালিকানায় একটি কুলবৃক্ষ ছিল। তারা সেখানে অবস্থান করতো এবং তাদের অস্ত্র-শস্ত্র সেই বৃক্ষে ঝুলিয়ে রাখতো। সেই বৃক্ষকে বলা হতো 'যাতু আনওয়াত। রাবী বলেন, আমরা সেখানে প্রকাণ্ড সবুজ এক কুলবৃক্ষের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! আমাদের জন্য একটি 'যাতু আনওয়াত' বানিয়ে দিন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, আমার প্রাণ যাঁর হাতে, সেই সত্তার শপথ, তোমরা এমন কথা বললে যেমনটি মূসার (আ) সম্প্রদায় বলেছিল- "আমাদের জন্য একজন ইলাহ ঠিক করে দিন, যেমন তাদের রয়েছে বহু ইলাহ্। মূসা বললেন, তোমরা নিশ্চয় মূর্খ সম্প্রদায়।" (রাসূল (ﷺ) বলেন) এসব হচ্ছে- সুনান বা রীতি- পদ্ধতি। তোমরা পূর্ববর্তীদের রীতি-পদ্ধতিসমূহ একটি একটি করে রপ্ত করতে থাকবে (এবং ভ্রষ্টতার পথে অগ্রসর হবে)।
(নাসাঈ ও তিরমিযী। তিরমিযীর মতে এটি হাসান ও সহীহ।)
(নাসাঈ ও তিরমিযী। তিরমিযীর মতে এটি হাসান ও সহীহ।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب قصة موسى عليه السلام مع بنى اسرائيل إذ قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة
عن أبى واقد الليثى (1) رضى الله عنه أنهم خرجوا عن مكة مع رسول الله صلي الله عليه وسلم إلى حنين قال وكان للكفار سدرة يعكفون عندها ويعلقون بها أسلحتهم يقال لها ذات أنواط، قال فمررنا بسدرة خضراء عظيمة، قال فقلنا يا رسول أجعل لنا ذات أنواط، فقال رسول الله صلي الله عليه وسلم قلتم والذى نفسى بيده كما قال قوم موسى أجعل لنا إلها كما لهم آلهة، قال إنكم قوم تجهلون) انها لسنن، لتركبن سنن من قبلكم سنة سنة