মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৫৭
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : মুসা কালীমুল্লাহর (আ) অনুপস্থিতিতে তাদের বাছুর পুজা ও এতদ্দর্শনে মূসা কর্তৃক তাওরাতের তক্তাসমূহ ফেলে দেওয়া ও তা ভেঙ্গে যাওয়া
(৫৭) ইব্ন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, সংবাদ কখনও প্রত্যক্ষ দর্শনের মত হয় না। নিশ্চয় আল্লাহ্ তা'আলা মুসার (আ) কওম যা করেছিল সে সম্পর্কে মূসাকে (আ) অবহিত করেছিলেন, তাতে মূসা (আ) তাওরাতের তক্তাসমূহ ফেলে দেননি। কিন্তু তারা যা করেছে (গোবৎস পুজা) তা সচক্ষে প্রত্যক্ষ করার পর তিনি তক্তাসমূহ ফেলে দেন এবং তা ভেঙ্গে যায়।
(মালিক, ইবনে হিব্বান, তায়ালিসী ও বাযযার।)
(মালিক, ইবনে হিব্বান, তায়ালিসী ও বাযযার।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب قصة عبادتهم العجل فى غيبة كليم الله عنهم والقائه ألواح التوراة عندما عاين ذلك فانكسرت
عن ابن عباس (2) قال قال رسول الله صلي الله عليه وسلم ليس الخير كالمعاينة إن الله عز وجل أخبر موسى بما صنع قومه فى العجل فلم يلق الألواح، فلما عاين ما صنعوا ألقى الألواح فانكسرت