মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

হাদীস নং:
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

পরিচ্ছেদ : কিস্সা-কাহিনী বর্ণনাকারী (ওয়াজ-নসীহতকারী) প্রসংগ
(১) 'আবদুল জাব্বার আল-খাওলানী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলের (ﷺ) সাহাবীগণের মধ্য থেকে জনৈক সাহাবী (রা) মসজিদে প্রবেশ করেন। সেই সময় মসজিদে কা'ব কিস্সা বর্ণনা (ওয়াজ) করছিলেন। সাহাবী (রা) জিজ্ঞেস করলেন, ইনি কে? লোকজন বললো, ইনি কা'ব, কিস্সা বর্ণনা (ওয়াজ) করছেন। তখন সেই সাহাবী (রা) বললেন, আমি আল্লাহর রাসূলকে (ﷺ) বলতে শুনেছি- কিস্সা বর্ণনা (ওয়াজ) করে কেবল (তিন প্রকার ব্যক্তি)। আমীর, মা'মুর (আমীর কর্তৃক নির্দেশপ্রাপ্ত), অথবা 'মুখতাল' (অহংকারী) ব্যক্তি। কা'বের কাছে এই সংবাদ পৌঁছানোর পর তাঁকে আর কখনও কিস্সা বর্ণনা করতে দেখা যায়নি।
(হাইছামী, এর সনদ হাসান)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم الى آخر زمن الفترة وذكر أيام العرب وجاهليتهم

باب ما جاء فى القصاصين
عن عبد الجبار الخولانى (3) قال دخل رجل من أصحاب النبى صلي الله عليه وسلم المسجد فإذا كعب (4) يقص فقال من هذا؟ قالوا كعب يقص، فقال سمعت رسول الله صلي الله عليه وسلم يقول لا يقص (5) إلا أمير أو مأمور أو مختال، قال فبلغ ذلك كعب فما رؤى يقص بعد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১ | মুসলিম বাংলা