মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
হাদীস নং: ২
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ : কিস্সা-কাহিনী বর্ণনাকারী (ওয়াজ-নসীহতকারী) প্রসংগ
পরিচ্ছেদ : কিস্সা-কাহিনী বর্ণনাকারী (ওয়াজ-নসীহতকারী) প্রসংগ
(২) 'আমর ইব্ন শু'আইব তাঁর পিতা থেকে, তাঁর পিতা তাঁর দাদা থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) বলেছেন, মানুষকে কিস্সা কাহিনী শোনায় (ওয়াজ করে) কেবল (তিন প্রকার লোক) আমীর (নেতা), মা'মুর (আমীর কর্তৃক নির্দেশপ্রাপ্ত) অথবা রিয়াকারী ব্যক্তি।
(ইবন মাজাহ, সনদ হাসান।)
(ইবন মাজাহ, সনদ হাসান।)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم الى آخر زمن الفترة وذكر أيام العرب وجاهليتهم
باب ما جاء فى القصاصين
باب ما جاء فى القصاصين
عن عمرو بن شعيب (6) عن أبيه عن جده أن النبى صلي الله عليه وسلم قال لا يقص على الناس إلا أمير أو مأمور أو مراء