মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

হাদীস নং:
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

পরিচ্ছেদ : কিস্সা-কাহিনী বর্ণনাকারী (ওয়াজ-নসীহতকারী) প্রসংগ
(৭) আবূ উমামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) জনৈক কাহিনীকারের কাহিনী বর্ণনার সময় পাশ দিয়ে যাচ্ছিলেন। কাহিনীকার (রাসূলকে (ﷺ) দেখে) থেমে গেল। রাসূল (ﷺ) তখন বললেন, তুমি বলে যাও। কেননা আমার কাছে এই ধরনের মজলিশে এক সকাল-সূর্য উদ্ভাসিত হওয়া পর্যন্ত বসা চারজন দাসমুক্তি অপেক্ষা অধিক প্রিয় এবং আসরের পর সূর্যাস্ত পর্যন্ত বসা চারজন দাসমুক্তি অপেক্ষা অধিক প্রিয়।
(হাইছামী, আহমদ ও তাবারানী।)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم الى آخر زمن الفترة وذكر أيام العرب وجاهليتهم

باب ما جاء فى القصاصين
عن أبى أمامة (1) قال خرج رسول الله صلي الله عليه وسلم على قاص يقص فأمسك، فقال رسول الله صلي الله عليه وسلم قص فلأن أقعد غدوة (2) الى أن تشرق الشمس أحب الى من أن اعتق أربع رقاب: وبعد العصر حتى تغرب الشمس أحب الى من أن أعتق أربع رقاب
tahqiqতাহকীক:তাহকীক চলমান