মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
হাদীস নং: ৮
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ: বনী ইসরাঈলের সংবাদাদি সম্পর্কিত বর্ণনা
(৮) আবূ নামলা আল-আনসারী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, যখন আহলে-কিতাব তোমাদেরকে কোন কথা শোনায়, তখন তোমরা তাদেরকে সত্যায়নও করবে না এবং মিথ্যাচারীও বলবে না। বরং তোমরা বলবে, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি ও তাঁর রাসূলগণের প্রতি। এতে করে তাদের বক্তব্য যদি সত্য হয়, তাহলে তাকে তোমরা মিথ্যা সাব্যস্ত করছো না; আর যদি তা বাতিল বা অসত্য হয়ে থাকে, তাহলে তোমরা তাকে সত্যায়ন করছো না।
(আবূ দাউদ, এর সনদ উত্তম)
(আবূ দাউদ, এর সনদ উত্তম)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب ما جاء فى الرواية والتحديث عن أخبار بنى أسرائيل
عن أبى نملة الأنصارى (3) قال قال رسول الله صلي الله عليه وسلم إذا حدثكم أهل الكتاب فلا تصدقوهم ولا تكذبوهم، وقولوا آمنا بالله وكتبه ورسله، فان كان حقا لم تكذبوهم وان كان باطلا لم تصدقوهم