মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
হাদীস নং: ১৯
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ : সাবা' ও তার সাথে সম্পৃক্ত বংশাবলী
(১৯) ফারওয়াহ ইবন্ মুসাইক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) এর কাছে এসে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) আমার সম্প্রদায়ের ইসলাম গ্রহণকারীদের নিয়ে কি সেই সব লোকের বিরুদ্ধে যুদ্ধ করব, যারা ইসলাম থেকে বিমুখ? রাসূল (ﷺ) বলেন, হ্যাঁ, তোমার সম্প্রদায়ের ইসলাম গ্রহণকারীদের নিয়ে ইসলাম হতে যারা বিমুখ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমি যখন ফিরে যাচ্ছিলাম, তখন তিনি আমাকে ডাকলেন এবং বললেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যতক্ষণ না তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিবে। এরপর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! সাবা কী? এটি কোন উপত্যকা, নাকি পাহাড়, না অন্য কিছু? রাসূল (ﷺ) বললেন, না। তিনি হচ্ছেন একজন আরবীয় পুরুষ। তাঁর বংশে জন্ম নেয় দশ সন্তান। তন্মধ্যে ছয়জন ইয়ামানে ও চারজন শামে বসতি স্থাপন করে। ইয়ামানে বসতি স্থাপনকারীরা হচ্ছে- আযদ, আশ'আরিয়্যুন, হিময়ার, কিন্দা, মাযহিজ ও আনমার যাদেরকে "বাজালিয়্যাহ ও খাছআম" বলা হয়। শামে (সিরিয়ায়) বসতি স্থাপনকারীরা হচ্ছে- লাখম, জুযাম, আমিলা ও গাস্সান।
(আবু দাউদ ও তিরমিযী)
(আবু দাউদ ও তিরমিযী)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب ما جاء في العرب العاربة والمستعربة وإلى من يتسبون وذكر قحطان وقصة سبا
عن فروة بن مسيك (4) قال أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله أقاتل بمقبل قومي مدبرهم (5)؟ قال رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وصحبه وسلم نعم فقاتل بمقبل قومك مدبرهم، فلما وليت دعاني فقال لا تقاتلهم حتى تدعوهم إلى الإسلام (6) فقلت يا رسول الله أرأيت سبأ (1) أواد هو أو جبل أو ما هو؟ قال رسول الله صلى الله عليه وسلم بل هو رجل من العرب ولد له عشرة (2) فتيامن ستة وتشاءم أربعة (3) تيامن الأزد والأشعريون وحمير وكندة ومذحج وأنمار الذي يقال لهم برجيلة وخثعم، وتشاءم لخم وجذام وعاملة وغسان