মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

হাদীস নং: ২০
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ : সাবা' ও তার সাথে সম্পৃক্ত বংশাবলী
(২০) যূমিখমার (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, এই রাজত্ব বা সাম্রাজ্য ছিল হিময়ার বংশে। অতঃপর আল্লাহ্ তা'আলা তাদের কাছ থেকে তা ছিনিয়ে নেন এবং কুরাইশদের কাছে সমর্পণ করেন এবং ভবিষ্যতে তা পুনরায় তাদেও কাছে (হিময়ার বংশে) প্রত্যাবর্তন করবে।
আবু মুকাত্তি-এর পাণ্ডুলিপিতে وَسَیَعُوَدُ إِلَيْهِمْ শব্দ দু'টি ছিল এইরূপ وَسَ يَ عُ ودُ إِلَ يْ هِ مْ । কিন্তু তিনি বর্ণনার সময় সোজা সরলভাবেই উচ্চারণ করেন।
(হাইছামী, আহমদ ও তাবারানী।
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب ما جاء في العرب العاربة والمستعربة وإلى من يتسبون وذكر قحطان وقصة سبا
عن ذي مخمر (1) أن رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وصحبه وسلم قال كان هذا الأمر في حمير (2) فنزعه الله عز وجل منهم فجعله في قريش (وس ي ع ود ال ي هـ م) (3) وكذا كان في كتاب أبي مقطع وحيث حدثنا به تكلم على الاستواء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২০ | মুসলিম বাংলা