মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

হাদীস নং: ২৭
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ: উমাইয়্যা ইব্‌ন আবীস সালত ও তাঁর কিছু কবিতা
(২৭) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মিম্বরে দাঁড়িয়ে বলেন, আরবদের রচিত কবিতার মধ্যে সবচেয়ে সুন্দর (অন্য বর্ণনায় সর্বাধিক সত্য) কবিতা হচ্ছে, (সাবধান, আল্লাহ্ ভিন্ন সবকিছু ধ্বংসোন্মুখ।) আর উমাইয়্যা ইব্‌ন আবীস্ সালত তো ইসলাম গ্রহণের খুব নিকটবর্তী হয়ে গিয়েছিল।
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب ما جاء في أمية بن أبي الصلت وشيء من شعره
عن أبي هريرة (1) عن النبي صلى الله عليه وسلم أنه قال على المنبر أشعر بيت (وفي رواية أصدق ببت) قالت العرب (الأكل شيء ما خلال الله باطل) وكاد أمية بن أبي الصلت أن يسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৭ | মুসলিম বাংলা