মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
হাদীস নং: ২৮
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ: উমাইয়্যা ইব্ন আবীস সালত ও তাঁর কিছু কবিতা
(২৮) 'আমর ইবনুশ শারীদ তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে উমাইয়্যা ইব্ন আবিস্ সালতের কবিতা থেকে আবৃত্তি করে শোনাতে বলেন। তখন তিনি রাসূলকে (ﷺ) একশত পংক্তি আবৃত্তি করে শোনান। তিনি যখনই একটু আবৃত্তি করতেন, রাসূল (ﷺ) "ইহ্" আরও শোনাও বলতেন। এইভাবে একশত পংক্তি শেষ হওয়ার পর তিনি বলেন, উমাইয়্যা ইসলাম গ্রহণের খুব নিকটবর্তী হয়ে পড়েছিল।
(এ দু'টি হাদীসের তাখরীজ ১৯শ খণ্ডে দ্রষ্টব্য।)
(এ দু'টি হাদীসের তাখরীজ ১৯শ খণ্ডে দ্রষ্টব্য।)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب ما جاء في أمية بن أبي الصلت وشيء من شعره
عن عمرو بن الشريد عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم استنشده من شعر أمية بن أبي الصلت قال فأنشده مائة قافية، قال أنشده شيئًا إلا قال إيهٍ حتى إذا استفرغت من مائة قافية قال كاد أن يسلم