মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৩৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কমলা রংয়ের পোশাক পুরুষদের জন্য নিষিদ্ধ এবং লাল রংয়ের পোশাক পরার বিধান।
৩৮। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, উসমান (রা) হজ্জ করার উদ্দেশ্যে মক্কা গেলেন। সে সময় মুহাম্মাদ ইবনে জা’ফর ইবনে আবি তালিব (র)-এর স্ত্রী তার (স্বামীর) ঘরে গেল। তখন মুহাম্মাদ (র) তার সঙ্গে রাত যাপন করেন। ভোর হলে তিনি উসমান (রা)-এর নিকট উপস্থিত হলেন। সে সময় তার গায়ে সুগন্ধির নিদর্শন, গাঢ় হলুদ বর্ণের কম্বল ছিল। তারপর লোকেরা প্রস্থান করার পূর্বে তিনি 'মালাল' নামক স্থানে তাদের সঙ্গে মিলিত হলেন। উসমান (রা) তাকে দেখে ধমকালেন এবং এর প্রতি অস্বীকৃতি জানিয়ে বললেন, তুমি হলুদ রংয়ের পোশাক পরেছ? অথচ রাসূলুল্লাহ (ﷺ) এটা নিষেধ করেছেন। তখন আলী ইবন আবি তালিব (রা) তাকে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে নিষেধ করেন নি এবং আপনাকেও না। তিনি কেবল আমাকে নিষেধ করেছেন।
(আবু ইয়া'লা ও বাযযার সংক্ষেপে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সনদে বর্ণনাকারী উবায়দিল্লাহ ইবন আবদিল্লাহ ইবন মাওহিব-কে ইবন মা'ঈন (র) নির্ভরযোগ্য বলেছেন। তবে অন্য বর্ণনায় তিনি তাকে দূর্বল বলেছেন।)
(আবু ইয়া'লা ও বাযযার সংক্ষেপে হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটির সনদে বর্ণনাকারী উবায়দিল্লাহ ইবন আবদিল্লাহ ইবন মাওহিব-কে ইবন মা'ঈন (র) নির্ভরযোগ্য বলেছেন। তবে অন্য বর্ণনায় তিনি তাকে দূর্বল বলেছেন।)
كتاب اللباس والزنية
باب نهى الرجال عن المعصفر وما جاء في الأحمر
38- عن أبي هريرة قال راح عثمان حاجا إلى مكة ودخلت على محمد بن جعفر بن أبي طالب امرأته فبات معها حتى أصبح ثم غدا عليه ردع الطيب وملحفة معصفرة مفدمة فأدرك الناس بملل قبل أن يروحوا، فلما رآه عثمان انتهر وأفف وقال أتلبس المعصفر وقد نهى عنه رسول الله صلى الله عليه وسلم فقال له علي بن أبي طالب رضي الله عنه إن رسول الله صلى الله عليه وسلم لم ينهه ولا إياك، إنما نهاني