মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৩৯
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
কমলা রংয়ের পোশাক পুরুষদের জন্য নিষিদ্ধ এবং লাল রংয়ের পোশাক পরার বিধান।
৩৯। আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এক ব্যক্তির গায়ে হলুদ রং দেখে অপছন্দ করলেন এবং বললেন, যদি তোমরা তাকে এই হলুদ রং ধৌত করার জন্য নির্দেশ দিতে, (তবে এটা ভাল হত)। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এমন লোকের মুখোমুখি হতে চাইতেন না, যার মুখমণ্ডলে তাঁর অপছন্দের কোন বস্তু থাকত।
(আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ, তায়ালিসী)
(হাদীসটির সনদে বর্ণনাকারী 'সালম ইবন কায়স আলাবী'-কে ইবন মা'ঈন (র) দূর্বল বলেছেন।)
(আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ, তায়ালিসী)
(হাদীসটির সনদে বর্ণনাকারী 'সালম ইবন কায়স আলাবী'-কে ইবন মা'ঈন (র) দূর্বল বলেছেন।)
كتاب اللباس والزنية
باب نهى الرجال عن المعصفر وما جاء في الأحمر
39- عن أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم رأى رجل صفرة فكرهم، فقال لو أمرتم هذا أن يغسل هذه الصفرة، قال وكان لا يكاد يواجه أحدا في وجهه بشيء يكرهه