মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
হাদীস নং: ৪৭
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
সোনা, রূপা, রেশম এবং বৈধ ও অবৈধ ব্যবহার্য সামগ্রী প্রসঙ্গ
নিষিদ্ধ বস্তুসমূহ সংক্রান্ত বিস্তারিত হাদীস।
নিষিদ্ধ বস্তুসমূহ সংক্রান্ত বিস্তারিত হাদীস।
৪৭। আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে তিনটি বস্তু হতে নিষেধ করেছেন। কাসসী (এক প্রকার রেশমী কাপড় যা মিশরের কাস নামক শহরের তৈরী হত) ও মীসারা (এক জাতীয় রেশমের কাপড়) পরিধান করতে এবং রুকু অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কাস্সী, মীসারা ও উসফুর ঘাস দ্বারা রঞ্জিত কাপড় পরতে এবং রুকু বা সাজদারত অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।
(হাদীসটির উভয় সূত্র দূর্বল। প্রথমটি সূত্রে সংযোগ-বিচ্ছিন্নতা রয়েছে। কেননা, আলী যায়নুল আবিদীন (র) তার দাদা আলী ইবন আবি তালিব (রা)-এর সাক্ষাত পান নি। আর দ্বিতীয় সূত্রে বর্ণনাকারী আবদুল কারীম আবূ উমাইয়া-কে হাফিয (র) এবং ইবন মা'ঈন (র) দূর্বল বলেছেন।)
দ্বিতীয় সূত্রে তার থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কাস্সী, মীসারা ও উসফুর ঘাস দ্বারা রঞ্জিত কাপড় পরতে এবং রুকু বা সাজদারত অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন।
(হাদীসটির উভয় সূত্র দূর্বল। প্রথমটি সূত্রে সংযোগ-বিচ্ছিন্নতা রয়েছে। কেননা, আলী যায়নুল আবিদীন (র) তার দাদা আলী ইবন আবি তালিব (রা)-এর সাক্ষাত পান নি। আর দ্বিতীয় সূত্রে বর্ণনাকারী আবদুল কারীম আবূ উমাইয়া-কে হাফিয (র) এবং ইবন মা'ঈন (র) দূর্বল বলেছেন।)
كتاب اللباس والزنية
(أبواب ما جاء في الذهب والفضة والحرير وما يجوز استعماله منهما وما لا يجوز) (باب أحاديث جامعة لأمور من ذلك منهي عنها)
47- عن علي رضي الله عنه قال نهاني رسول الله صلى الله عليه وسلم عن ثلاثة، نهاني عن القسي والمثيرة وإن أقرأ وأنا راكع وعنه من طريق ثان نهاني رسول الله صلى الله عليه وسلم عن لباس القسي والمياثر والمعصفر وعن قراءة القرآن والرجل راكع أو ساجد عن أبي بردة بن أبي موسى