মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা

হাদীস নং: ৪৮
পোশাক-পরিচ্ছেদ ও সাজ-সজ্জা
সোনা, রূপা, রেশম এবং বৈধ ও অবৈধ ব্যবহার্য সামগ্রী প্রসঙ্গ
নিষিদ্ধ বস্তুসমূহ সংক্রান্ত বিস্তারিত হাদীস।
৪৮। আবূ বুরদা ইবন আবি মূসা (র) সূত্রে হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে মীসারা (রেশমের জামা) ও কাসসী (গদি) ব্যবহার করতে নিষেধ করেছেন। (বর্ণনাকারী বলেন,) আমরা তাকে বললাম, হে আমীরুল মু'মিনীন। মীসারা কী? তিনি বললেন, এটা এমন বস্ত্র যা নারীরা তাদের স্বামীদের আরোহনের জন্য প্রস্তুত করে। বর্ণনাকারী বলেন, আমরা বললাম, কাসসী কী? তিনি বললেন, এটা এক প্রকার ডোরাকাটা কাপড় যা আমাদের নিকট শাম হতে আসে। (অন্য বর্ণনায়: তাতে রেশম এবং কমলালেবুর আকৃতি থাকে।) আবূ বুরদা (রা) বলেন, যখন আমি সাবানী (এক প্রকার কাপড়) বস্ত্র দেখলাম, তখন বুঝতে পারলাম যে, এটাই সেটা।
(হাদীসটি বিশুদ্ধ। তিরমিযী, নাসাঈ এবং ইবন মাজাহ সংক্ষেপে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب اللباس والزنية
(أبواب ما جاء في الذهب والفضة والحرير وما يجوز استعماله منهما وما لا يجوز) (باب أحاديث جامعة لأمور من ذلك منهي عنها)
48- عن علي رضي الله عنه قال نهاني رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم عن الميثرة وعن القسية، قلنا له يا أمير المؤمنين وأي شيء الميثرة؟ قال شيء كان يصنعه النساء لبعولتهن على رحالهن، قال قلنا وما القسية قال ثياب تأتينا من قبل الشام (وفي رواية أو اليمن شك الراوي) مضلعة فيها أمثال الأترج (وفي رواية فيها حرير فيها أمثال الأترج) قال أبو بردة فلما رأيت السبني عرفت أنها هي
tahqiqতাহকীক:তাহকীক চলমান